কাঁকসা: কোটা গ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে খিচুড়ি ভোগের আয়োজন,ভোগ খেতে বিভিন্ন গ্রামে থেকে ভিড় জমালেন কয়েক হাজার মানুষ
জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে কয়েক হাজার মানুষের মধ্যে বিতরণ করা হলো খিচুড়ি ভোগ।আজ রাত ৮টায় ভোগ খেতে কোটা গ্রামের পুজো প্রাঙ্গনে ভিড় জমান মানুষ।জানা গেছে প্রতি বছরের মত এবছরও কোটা গ্রামে মহা ধুমধামে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়।পুজো উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেই মত আজ রাতে কয়েক হাজার মানুষ কে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়।পুরো অঞ্চল জুড়ে একটি মাত্র পুজো হয় তাই এলাকার মানুষের এই পুজো কে ঘিরে উৎসাহ থাকে চরম।