রাজগঞ্জ: মুষলধারে বৃষ্টির ফলে সুলকাপাড়া হাট পন্ড হল,দেখা নেই গ্রাহকদের
মহানবমীর সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হল নাগরাকাটায়। ফলে বুধবার সুলকাপাড়া হাট পন্ড হল।সেই সাথে পুজো ঘোরাও বন্ধ হল দর্শনার্থীদের উল্লেখ্য এদিন সকাল দশটা থেকে আচমকাই ঘন কালো মেঘে ঢেকে যায় গোটা এলাকায় এরপরই ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়।এদিন দুপুর দুটো পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়।বৃষ্টি অনেকটাই কমে গেলেও ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। পরিস্থিতি যা তাতে যেকোনো মুহুর্তে ফের ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসতে পারে। হাট হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রাহকের দেখা নেই।