পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের সইফুল্লাচক নয়নানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধায়ক তহবিলে একটি ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন বিশিষ্ট সমবায়ী BJP তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে বলেন এরা চোখে দেখতে পায় না। জেলা পরিষদ এদের দখলে থাকা সত্ত্বেও কিছুই করে না। যা করেছে BJP পরিচালিত নন্দীগ্রাম-১পঞ্চায়েত সমিতি এবং ৬টি গ্রাম পঞ্চায়েত বলেন BJP র তমলুক সাংগঠনিক জে