দাসপুর ১: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের পাঁচবেড়িয়ায় পথ দুর্ঘটনা,মৃত ১
ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে বাইকে করে গৌরার দিক থেকে কৃষক দাসপুরের কলোড়া হাটে নিজের জমির আলু নিয়ে যাচ্ছিলেন বিক্রির জন্য। হঠাৎই পিছন থেকে লরির ধাক্কা। বাইক থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু কৃষকের। মঙ্গলবার সকাল প্রায় ৭ টায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার পাঁচবেড়িয়ায়, লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু কৃষকের। ঘাতক লরি ও তার চালককে আটক করেছে পুলিশ