রায়গঞ্জ: পুরো কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন অস্থায়ী পুরো কর্মীরা, পাশে থাকার আশ্বাস পুরো প্রশাসকের
অবশেষে মিলল সাময়িক স্বস্তি। রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কর্মীরা। বেতনের দাবিতে পথ অবরোধের জন্য অগ্রসর হয়েও রায়গঞ্জ পুরসভার সহকারী প্রশাসক অরিন্দম সরকারের আশ্বাসে আপাতত আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন আন্দোলনরত পুর কর্মীরা।পুরপ্রশাসক জানান ওদের প্রাপ্য যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়া হবে,ওদের মুখে হাসি ফোটাতে পারলে আমরাও খুশি