তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক। বহু খোঁজাখুঁজির যুবকের খোঁজ না মেলায় চাঁচল থানার দ্বারস্থ যুবকের পরিবার। মালদার চাচল ২ ব্লকের পুরাত খানপুর ঘাটের ঘটনা। জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম আনোয়ারুল হক, বয়স ২৬ বছর। বাড়ি চাঁচল দুই ব্লকের পুরাতন খানপুর ঘাট এলাকায়।