ময়ূরেশ্বর ২: সাধারণ মানুষের স্বার্থে SRI ফরম ফিলাপের জন্য তৃণমূলের পক্ষ থেকে ক্যাম্প কোটাসুরে
আজ বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে SIR ফরম ফিলাপের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করল তৃণমূল কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে SIR ফর্ম বিলি করতে শুরু করেছে BLO রা, আর সেই ফরম ফিলাপ নিয়ে যারা বিভ্রান্ত হচ্ছে বা যারা ফর্ম ফিলাপ করতে পারছে না তাদের জন্য কোটাসুর বাজার সংলগ্ন এলাকায় ফরম ফিলাপের একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করল তৃণমূল কর্মী সমর্থকরা আজ বৈকালে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়।