মগরাহাট ২: করামনুরাজ মোড় থেকে করামনুরাজ স্কুল পর্যন্ত রাস্তায় ফাটল দেখা দেয় তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়
মগরাহাট দু নম্বর ব্লকের অন্তর্গত করামনুরাজ মোড় থেকে করামনুরাজ স্কুল পর্যন্ত রাস্তার ফাটল দেখা দেয় আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়া গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় পঞ্চায়েতের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় ওই রাস্তা মেরামত করার কাজ শুরু করা হবে এমনটাই জানা গিয়েছে।