মানিকচক: গ্রামের রাস্তার ওপর দিয়ে বইছে গঙ্গা, মানিকনগর গ্রাম দিয়ে জল ঢুকছে গোটা ভূতনিতে
বাঁধ ভেঙে যাওয়ার পর প্রবল জলশ্রত মানিকনগর গ্রামের রাস্তার উপরে। গঙ্গার জল গ্রামের রাস্তার উপর দিয়ে ধুকছে গোটা ভূতনিতে। যত সময় যাচ্ছে একের পর এক গ্রাম জলের তলায় যাচ্ছে।ইতিমধ্যেই রাস্তাঘাট থেকে বাড়িঘর সর্বত্রই জল ঢুকতে শুরু করেছে।লক্ষাধীক মানুষ চরম বিপদের মধ্যে পড়েছে।একের পর এক গ্রাম জলবগ্ন হয়ে যাওয়ায় পরিবার গুলির খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছুর সমস্যা সৃষ্টি হয়েছে। ক্রমাগত বিপদের মধ্যে জলের তলায় চলে যাচ্ছে গোটা ভূতনি। তীব্র হাহাকার গ্রামবাসীদের।