রায়গঞ্জ: দুর্গা পুজোর মুখেই শিল্পীভাতা না পাওয়ায় ক্ষোভের সুর রায়গঞ্জের নট্টপাড়ার ঢাকিদের
দুর্গাপুজোর মুখে শিল্পী ভাতা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন রায়গঞ্জের নট্টপাড়ার ঢাকিরা। দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় ঢাক বাজালেও তাঁদের নাম নেই তালিকায়। অথচ অনেক অযোগ্য নাম তালিকাভুক্ত হয়েছে বলে অভিযোগ। এলাকার ঢাকিদের দাবি, ভাতা পেলে পুজোর মুখে পরিবারে হাসি ফোটানো সম্ভব হতো। এবছর যেন তাঁদেরও ভাতার আওতায় আনা হয়, সেই আবেদন জানিয়েছেন তাঁরা।