দিনহাটা ১: গোসানিমারিতে বিজেপি ছেড়ে ১০টি পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে,দাবি তৃণমূলের
গোসানিমারিতে বিজেপি ছেড়ে ১০টি পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে,দাবি তৃণমূলের।সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ গোসানিমারি তৃণমূল ভবনে আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত থেকে তৃণমূলের দিনহাটা ওয়ান A কমিটির ব্লক সভাপতি সুধাংশু চন্দ্র রায় নবাগত দের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শ্রাবনী ঝা, ব্লক তৃণমূলের সহ-সভাপতি মিঠুন চক্রবর্তী, তৃণমূলের গোসানিমারী এক নম্বর অঞ্চল সভাপতি রাখাল রায়, গ্রাম পঞ্চায়েত প্রধান মানিক চন্দ্র বর্মণ।