নলহাটি ২: ভদ্রপুরের ব্রাহ্মণী নদীর ধারে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে নলাহাটি থানার OC
নলহাটি দুই নম্বর ব্লকের ব্রাহ্মনী নদীর ধারে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ভদ্রপুর গ্রামে । মৃত ব্যাক্তির নাম উজ্জ্বল বিত্তার, বাড়ী স্থানীয় ভদ্রপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে।সে ঐ গ্রামের ঘর জামাই থাকতো।আজ সকালে নলহাটি থানার ভদ্রপুর রায়পুর সংলগ্ন নদীর ধারে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরিবারের লোক খবর পেয়ে মৃত দেহ চিহ্নিত করে পুলিশ কে খবর দেয়।নলহাটি থানার ওসির নেতৃত্ব পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন ময়নাতদন্তে পাঠায