ব্যারাকপুর ২: সোদপুর উড়ালপুল মেরামতির জন্য একমুখী করা হলো যান চলাচল
উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম পুরনো সোদপুর উড়ালপুল বয়সের ভারে অনেকটাই ধারন ক্ষমতা কমেছে, যে কারণে উড়ালপুলের মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত মতো মঙ্গলবার থেকে উড়ালপুল সংস্কারের কাজ শুরু করা হয়েছে যে কারণে উড়ালপুলের উপর দিয়ে যাওয়া গাড়ি একমুখী করা হয়েছে যেখানে মধ্যমগ্রামের দিক থেকে আসা গাড়িকে উড়ালপুল দিয়ে বিটি রোডে নিয়ে যাওয়া হচ্ছে অপরদিকে সোদপুরের দিক থেকে যাওয়া গাড়ি এবং বাসগুলিকে সোদপুর গির্জা হয়ে এফফোড