হলদিবাড়ি: নারী পুরুষ সকলেই একসঙ্গে! কুচলিবাড়িতে পবিত্র রাধাকুন্ড স্নানে মেতে উঠলেন অনেকেই
রাধাকুন্ড স্নানে মেতে উঠলেন সকলেই। নারি পুরুষ সকলেই একত্রিতভাবে সোমবার রাতে পবিত্র স্নানে মেতে ওঠেন কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার উপন চৌকি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে। জানা যায়, স্থানীয় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা বছরের একটি নির্দিষ্ট তিথিতে এ-ই স্নানের আয়োজন করে থাকে। সেই মতো এদিন পবিত্র স্নানের আয়োজন করা হয়। সোমবার রাত ১২টা থেকে স্নান শুরু হয়ে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় ঘন্টা দুয়েক স্নান চলে। প্রায় দের হাজারের মতো নারী পুরুষ এদিনের স্নানে অংশ নেয়