সাগরদিঘি: জমির ফসল দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না হুপেজ'র বজ্রাঘাতে অকাল প্রয়াণ সাগরদিঘির খয়রামারি পালপাড়ার বাসিন্দার
আজ সন্ধ্যা থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এই বজ্রবিদ্যুতে প্রাণ হারালেন সাগরদিঘী খয়রামারি পালপাড়া এলাকার বাসিন্দা হুপেজ সেখ, বয়স আনুমানিক ৪০ বছর পেশায় কৃষক ছিলেন তিনি, প্রতিদিনের নাই আজকেও কৃষি কাজের জন্য এসেছিলেন তার নিজের জমিতে, হঠাৎই শুরু হয় বৃষ্টি গাছের তলায় আশ্রয় নিতেই বজ্রাঘাতে মৃত্যু