হলদিবাড়ি: হলদিবাড়িতে শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান, স্টেশন প্রবেশের মুখে ভাঙ্গা হলো একাধিক দোকানঘর
হলদিবাড়িতে শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান। হলদিবাড়ি স্টেশন ঢোকার মুখে উত্তর দিকে থাকা দোকানগুলিকে উচ্ছেদ করা হচ্ছে। অভিযোগ, দোকানদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা রেলের জমি খালি করে দেয়নি। কার্যত মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রেলের আধিকারিকরা আরপিএফ কে সঙ্গে নিয়ে আর্থমুভার দিয়ে দোকাংগুলি ভেঙ্গে দেয়। ঝামেলা এড়াতে উপস্থিত ছিলো রাজ্য পুলিশও। উল্লেখ্য বাংলাদেশ লাগোয়া হলদিবাড়ি অন্তর্দেশীয় রেল স্টেশনকে অমৃতভারত প্রকল্পে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।