ময়ূরেশ্বর ২: দীপাবলির রাতে কোটাসুরের মন্দিরে জ্বলছে মহাভারতের যুগের প্রদীপ
বীরভূম জেলায় আজও জ্বলছে মহাভারতের যুগের প্রদীপ। তবে কোথায় জ্বলে এই প্রদীপ, আপনি কি জানেন? জানলে হয়তো সত্যিই আপনিও চমকে উঠবেন, কারণ জায়গাটা আপনারও চেনা! তবে জায়গাটা চেনা হলেও আদৌ কি দেখেছেন এই প্রদীপ? বীরভূম মানেই ইতিহাস বা পৌরাণিক কাহিনী সমৃদ্ধ একটি জেলা। সেই বীরভূম জেলার কোটাসুর গ্রামকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস ও পৌরাণিক ঘটনার সম্ভার। রয়েছে মহাভারত যোগও। কমবেশি সকলেরই জানা এই প্রদীপের ইতিহাস। এই প্রদীপ আজও মহাভারতের সাক্ষী বহন করে চলেছে।