রতুয়া ২: গোবরজোনা কালী পূজার ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার সহ আধিকারিকরা
Ratua 2, Maldah | Oct 19, 2025 মালদা জেলার অন্যতম একটি বড় কালী পূজার অনুষ্ঠান হয় গোবরজোনা কালীপূজায়। পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনা নিরাপত্তা বিষয়ক দিক সমস্তরা খতিয়ে দেখতে পৌঁছে গেলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। আধিকারিক দের সাথে নিয়ে যে ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ। বিসর্জন থেকে পাঠাবলির সমস্ততে যা নির্দেশ সমস্ত কিছু খতিয়ে দেখেন পুলিশ সুপার। পূজা কর্তৃপক্ষ সাথে কথা বলে সিসিটিভির বিষয়গুলি খতিয়ে দেখার পুলিশ সুপার।