ভগবানগোলা ১: মুর্শিদাবাদের ভগবানগোলায় নিখোঁজ পারলা বিবি, চাঞ্চল্য এলাকায়
মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কাশিপুর এলাকা থেকে ৫০ বছর বয়সী গৃহবধূ পারলা বিবি গত শুক্রবার থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী আশরাফ শেখের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে যাওয়া নিয়ে বিবাদের জেরে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। গত সপ্তাহে স্বামীর দ্বারা শারীরিক নির্যাতনের পর অভিমানে পারলা বিবি প্রতিবেশী কাকাতো ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ি ফেরার নাম করে বেরিয়ে গেলেও আর ফেরেননি তিনি। ১৩ সেপ্ট