মঙ্গলকোট: মঙ্গলকোটের খুদরুনে একব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হল, দেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ, তারা খতিয়ে দেখছে মৃত্যুর কারণ
মঙ্গলকোটের খুদরুন গ্রামে একব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হল। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠালো মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম দেবজিৎ পাল(৫৯)। বুধবার তার ডান হাতে বিষাক্ত কিছুতে কামড়ায়। তাতে তিনি প্রচন্ড জ্বাল অনুভব করেন। তারপর গতকাল তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গত গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দেবজিৎ পালের।