পূর্বস্থলী ১: মধ্য শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাব থেকে শুরু ১০১ রাস পুজোর , উপস্থিত DM, SP, SDO মন্ত্রি-সহ এক ঝাক প্রশাসনিক কর্মকর্তারা
বাংলার লোকো উৎসব রাস উৎসবকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর এলাকার এক ঝাক পুজো প্যান্ডেলের উদ্বোধন। শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শীরামপুর কিশোর স্টাফ ক্লাবের পুজো প্রাঙ্গণ থেকে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের ১০১ টি রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা। উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, কালনার মহকুমা শাসক অহিংসা জৈন,বিডিও অনন্যা বিশ্বাস সহ এক ঝাঁক প্রশাসনের কর্তা ব্যক্তিরা।