লাভপুর: লাভপুরে তৃণমূলের জনসভা কে সামনে রেখে বিশেষ বৈঠক
Labpur, Birbhum | Oct 30, 2025 আগামী ৯নভেম্বর বীরভূমের লাভপুরে তৃণমূলের কংগ্রেসের উদ্যোগে রয়েছে একটি জনসভা। আর সেই জনসভা কে সামনে রেখে আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় লাভপুরের একটি অনুষ্ঠান ভবনে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে শ'খানেক তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় বিশেষ বৈঠক। ওই বৈঠকে বলা হয়, ৯নভেম্বর লাভপুরে একটি জনসভা রাখা হয়েছে সেখানে আপনাদের উপস্থিত সংখ্যা কত পরিমাণ হবে। ও ওই জন সভার বিষয় কি থাকবে তা নিয়েই এই বৈঠক বলে জানা গেছে।