কাকদ্বীপ: ২০২৬ গঙ্গাসাগর মেলার আগে কাকদ্বীপ লন্ড নম্বর এইটের মেলার মাঠ পরিদর্শন করেন ও জেটিঘাট পরিদর্শন করেন জেলাশাসক
২০২৬ গঙ্গাসাগর মেলার আগে কাকদ্বীপ লট নম্বর এইটের মেলার মাঠ ও জেটিঘাট পরিদর্শন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন জেলাশাসক উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক উপস্থিত ছিলেন সুন্দরবন পুলি জেলার পুলিশ সুপার সহ প্রশাসনিক একাধিক আধিকারিকরা।