সীমলাপাল: সিমলাপালে চাঞ্চল্য, শাশুড়িকে ছুরির কোপ, ঘটনায় গ্রেফতার জামাইয়ের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
সিমলাপালে চাঞ্চল্যকর ঘটনা। শাশুড়িকে ছুরির কোপ মারার অভিযোগে গ্রেফতার হলেন বিশ্বজিৎ সিংহ মহাপাত্র নামে এক যুবক। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় হরিন্যাগুড়ি গ্রামে প্রৌঢ়া রীতা নায়ককে ছুরির আঘাত করেন জামাই বিশ্বজিৎ। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহতের মেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে পুলিশ বিশ্বজিৎকে গ্রেফতার করে সোমবার খাতড়া আদালতে তোলে। বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে।স