রামনগর ১: পর্যটকের ভিড়ে দীঘাসমুদ্র জনসমুদ্রে পরিণত,আলোর উৎসবে মেতে উঠেছে দিঘা
দীপাবলি ও কালীপুজোর ছুটিতে জনসমুদ্রে পরিণত হয়েছে দীঘা, পর্যটকদের রেকর্ড ভিড় পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে দিঘা। আলোর উৎসবের আমেজে মাতোয়ারা সমুদ্র শহর এখন আলো আনন্দ আর পর্যটকদের কোলাহলে মুখরিত ছোট বড় সব হোটেলে পরিপূর্ণ বুকিং |দুর্গো পুজোর সময় টানা দুর্যোগে পর্যটক হীনতায় ভুগছিল দীঘা, সেই আক্ষেপ মুছে গেল দীপাবলিও কালীপুজোর ছুটিতে |শহরের ছোট বড় হোটেলগুলি রঙিন আলোতে সেজে উঠেছে |