পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত সিংবস্তি গ্রামে শ্রী শ্রীমৎ উত্তমানন্দ পরমহংসদেব (রামেশ্বর বাবা)-এর বাসভবনে বুধবার সন্ধ্যায় ধুমধাম করে পালিত হলো রাস পূর্ণিমা উৎসব। প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে তাঁর বাসভবনে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালিত হয়। এদিন সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় কীর্তন ও ধর্মীয় প্রবচন। ভক্তদের ভিড়ে উপচে পড়ে চারদিক। দূর-দূরান্ত থেকে বহু মানুষ উপস্থিত হয়ে ভক্তি সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন।