বর্ধমান ২: বিদ্যালয়ের মূল ফটক স্থানীয় বাসিন্দার প্রচেষ্টায় নবনির্মিত প্রবেশদ্বারের আনুষ্ঠানিক উদ্বোধন লোহাই এলাকায়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্যের আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে লোহাই গ্রামের বাসিন্দা কাশীনাথ কুন্ডু তাঁর স্বর্গীয় পিতা পশুপতি কুন্ডু ও মা উমাবালা কুন্ডুর স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রবেশদ্বারটি নির্মাণ করে দেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক প্রশাসনিক আধিকারিকরা এবং অবর বিদ্যালয়ের পরিদর্শক উপস্থিত ছিলেন বলে জানা গেছে লোহাই প্রাথমিক বিদ্যালয় এই তরুণটির উদ্বোধন করা হয়েছে এদিন।