বালুরঘাট: কাজে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে বালুরঘাটে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের সামনে পরিবার নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের
পাননি তিন মাসের বেতন। তার উপর পুজোর মধ্যে কাজ হারিয়েছেন ৩০ জন চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী। যার মধ্যে ৮ জনের বয়স ৬০ বছর হওয়ায় তাদের এমনই কাজ চলে গেছে। পুজোর ছুটির আগের দিনই কর্মীদের ডেকে কাজে আসতে না করে দেওয়া হয়েছিল। পুজোর পর বুধবার অফিস খুলতেই পরিবার নিয়ে বিক্ষোভ দেখালেন চাকরিহারা অস্থায়ী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা৷ এদিন দুপুর ১২ টায় বালুরঘাটে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা।