বিনপুর ২: তামাজুড়িতে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হল বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি
তামাজুড়িতে হল সহায় শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচী। রবিবার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ী থানার অন্তর্গত তামাজুড়িতে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যেগে ও বাঁশপাহাড়ী আউট পোস্টের ব্যবস্থাপনায় এই সহায় শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের মধ্যদিয়ে এলাকাবাসীদের বাল্যবিবাহ,সাইবার জালিয়াতি, মদের পার্শপ্রতিক্রিয়া, লটারি ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও হয় বিনামূল্যে চিকিৎসা শিবির এবং বস্ত্র বিতরণ কর্মসূচী।