বরজোড়া: একাদশী তে দেবী দুর্গার বিসর্জন কার্নিভাল জন্য বিধায়ক উদ্যোগে বিসর্জন ঘাট জেসিবি দিয়ে পরিষ্কার কাজ চলছে
আজ তথা শুক্রবার বড়জোড়াতে দেবী দুর্গার বিসর্জন তথা বিসর্জন কার্নিভাল। সেই জন্য বড়জোড়া বাজারের রাস্তা ও বিসর্জন ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী উদ্যোগেই এই কাজ চলছে। জেসিবি দিয়ে মাটি দিয়ে রাস্তা মেরামত কাজ চলছে।