খড়গপুর ১: খড়্গপুরের গোলবাজার এলাকাতে রেলের বিদ্যুৎ চুরি করে ব্যবহার, অবৈধ নির্মাণও, হাতেনাতে ধরলেন এ ডি আর এম
খড়্গপুরের গোলবাজার মার্কেট এরিয়াতে অবৈধ নির্মাণ হয়েছিল রেলয়ের জায়গায়। সোমবার সেই সমস্ত স্থানগুলি অতর্কিত পরিদর্শনে গিয়ে হাতেনাতে ধরলেন রেলের খড়গপুর ডিভিশনের এডিআরএম মনীষা গোয়েল। রেলওয়ের বিদ্যুৎ চুরি করে ব্যবহার করার ঘটনাও ধরলেন হাতে নাতে। কড়া পদক্ষেপ শুরু হল রেলওয়ের পক্ষ থেকে।