মানবাজার ২: জাগরণ চন্দ্র সরেন ও বনমালী হাঁসদা'র স্মৃতিতে বসন্তপুরে ফুটবল প্রতিযোগীতা,উপস্থিত জেলা সভাপতি
জাগরণ চন্দ্র সরেন ও বনমালী হাঁসদা'র স্মৃতিতে বসন্তপুর আদিবাসী বিএসপি ক্লাবের উদ্যোগে দ্বি দিবসীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো বসন্তপুর ফুটবল ময়দানে।দ্বিদিবসীয় ফুটবল প্রতিযোগীতার রবিবার ছিলো ফাইন্যাল খেলা।বিকেল ৫ টা থেকে ফাইন্যাল খেলা শুরু হয়।এই প্রতিযোগীতায় ১৬ টি দল অংশগ্রহন করে।ফাইন্যাল খেলা ট্রাইবেকারে মিংমাসিত হয়।ফাইন্যাল খেলায় সেঙ্গেল সিঞ এফ.সি একাদশ ও বি.ডি.বি.বি মান্ডি একাদশ মুখোমুখি হয়।