কৃষ্ণনগর ২: কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের অন্তর্গত ধুবলিয়া এলাকায় শুরু হলো কালী প্রতিমা নিরঞ্জন
বুধবার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত ধুবুলিয়া এলাকায় শুরু হল বিভিন্ন বাড়ি ও বারোয়ারির কালিপ্রতিমা নিরঞ্জন ।প্রশাসন সূত্রে জানা যায় কালী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যাতে কোন রকম গন্ডগোল না ঘটে সেই জন্যই প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নজরদারি ।