খোয়াই: বেলফাং এলাকা থেকে এক বাইক মিছিল বের করল ওয়াইটিএফ
Khowai, Khowai | Nov 3, 2025 *বেলফাং এলাকা থেকে এক বাইক মিছিল বের করল ওয়াইটিএফ* মূলত প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সমর্থন জানিয়ে ত্রিপ্রা মথা দলের যুব সংগঠনের এই মিছিলটি আয়োজিত হয়। এদিন এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন ই এম সোহেল দেববর্মা, ইএম রবীন্দ্র দেববর্মা। এদিন পদ্মবিল বাজারে গিয়ে এক সভার মধ্য দিয়ে শেষ হয় বাইক মিছিলটি।