সৌর চালিত লাইট বসল। বলরামপুর বিধানসভার আড়শা ব্লকের পুয়ারা গ্রামের শিব মন্দির প্রাঙ্গণ। বিধায়ক তহবিলের ৩লক্ষ ৬৮ হাজার ২৬৬ টাকা বরাদ্দে সৌরচালিত লাইট বসানো হল। রবিবার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো আনুষ্ঠানিক ভাবে এই সৌরচালিত লাইটের উদ্বোধন করেন। এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। বানেশ্বর বলেন," এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দাবি তুলেছিল গ্রামের শিব মন্দিরে একটি সৌর চালিত লাইটের।