কেশপুর: মেদিনীপুর কুইজ কেন্দ্রের তরফে কেশপুরের উচাহারে ১৭৩ তম বস্ত্র দান উৎসব
মানবিক দেওয়াল.... দুস্থদের বস্ত্রদান। মেদিনীপুর কুইজ কেন্দ্রের তরফে কেশপুরে বস্ত্র দান। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো কুইজ কেন্দ্রের ১৭৩ তম মানবিক দেওয়াল। কেশপুর ব্লকের উচাহারে নাগরিকদের হাতে পুরানো ব্যবহারযোগ্য বস্ত্র তুলে দেওয়া হলো। আজ শুক্রবার বিকেল প্রায় সাড়ে ৫ টা নাগাদ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সদস্য স্নেহাশিস চৌধুরী, চঞ্চল হাজরা, প্রশান্ত কালা সহ অন্যান্যরা