হলদিয়া: হলদিয়া গিরিশ মোড়ে স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানা ১৩৭ তম জন্মজয়ন্তী উদযাপন উপস্থিত হলদিয়া HDA চেয়ারম্যান
হলদিয়া গিরিশ মোড়ে স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানা সোশাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ۔কুমার চন্দ্র জানা ১৩৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার সন্ধ্যা ছটার সময় উপস্থিত চেয়ারম্যান জ্যোতির্ময় কর,মিলন মন্ডল, আজিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান, শুক্রবার তার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।