জামবনি: জামবনি ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জামবনি ব্লকের চিল্কীগড়ে আয়োজিত হল বিজয়া সম্মিলনির অনুষ্ঠান
জামবনি ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জামবনি ব্লকের চিল্কীগড়ে আয়োজিত হল বিজয়া সম্মিলনির অনুষ্ঠান। জামবনি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডির নেতৃত্বে এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত কয়েক হাজার দলীয় কর্মীদের উপস্থিতিতে চিল্কীগড়ে আয়োজিত হয় এই বিজয়া সম্মিলনির অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু, জেলা চেয়ারপারসন বিরবাহা সরেন টুডু, বিনপুর বিধানসভার তৃনমূলের বিধায়ক দেবনাথ হাঁসদা।