গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের বীরসা চকে সাইকেল ও বাইকের সংঘর্ষ,ঘটনায় জখম ২, বলরাম সিং নামে ব্যক্তিকে ঝাড়গ্রামে রেফার করলেন চিকিৎসকরা
শনিবার গোপীবল্লভপুরের আশুই শাশড়া রাস্তার মাঝখানে বীরসা চকে সাইকেলের সঙ্গে বাইকের সংঘর্ষে আহত হলেন দুজন বাইক আরোহী। ঘটনার পর আহতদের উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা একজনকে স্থানান্তরিত করলেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহত দুজনের নাম হল বলরাম সিং ও পল্লবী সিং। দুজনের বাড়ি শাশড়া অঞ্চলের হাতিমারা গ্রামে।বলরাম সিং এর আঘাত গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়েছে।