দিনহাটা ২: বিজেপি নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিন— খড়খড়িয়া তে তৃণমূলের দলীয় নেতা কর্মীদের নির্দেশ উদয়ন গুহের
বিজেপি নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিন— খড়খড়িয়া তে নির্দেশ উদয়ন গুহের। রবিবার বিকেল পাঁচটা নাগাদ পুটিমারী এক নম্বর অঞ্চলের খড়খড়িয়া জুনিয়র বেসিক স্কুলে তৃণমূলের দিনহাটা ওয়ান B ব্লকের বিজয়া সম্মিলনী তে বক্তব্য রাখতে গিয়ে এমনটা বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ছাড়াও অন্যান্য নেতৃত্ব।