মানবাজার ২: ভারত জাকাত মাঝি পারগানা মহল মানবাজার দু নম্বর ব্লক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সামাজিক সচেতনতা শিবির
ভারত জাকাত মাঝি পারগানা মহল মানবাজার দু নম্বর ব্লক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক দিবসীয় সামাজিক সচেতনতা শিবির ও আলোচনা সভা। রবিবার বেলা ১২ঃ০০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জামতোরিয়া কমিউনিটি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত ডাইনি প্রথা দূরীকরণ, জমির রেকর্ডে জাতিসত্তা সাঁওতাল উল্লেখ না থাকা সহ বিভিন্ন আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পুরুলিয়া জেলা পারগানা রতনলাল হাঁসদা।