মঙ্গলকোট: মাহার্তুবায় চাষের জমির দখলদারি নিয়ে বিবাদ, প্রতিবেশী একব্যক্তিকে মারধরের অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করল মঙ্গলকোট পুলিশ
মাহার্তুবা গ্রামে চাষের জমির দখলদারি নিয়ে বিবাদ। আর তার জেরে প্রতিবেশী এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মাহার্তুবার বাসিন্দা ধৃতদের নাম সুধীর দাস ও অমিত দাস। তাদেরকে বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মাহার্তুবার বাসিন্দা বিকাশচন্দ্র ঘোষকে মারধরের অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে।