শান্তিপুর: শান্তিপুর সত্যনগর কলোনীর শ্যামা কালীকে বুধবার নিরঞ্জনে ব্যাপক নাচানো হলো
Santipur, Nadia | Oct 22, 2025 শান্তিপুর সত্যনগর কলোনীর শ্যামা কালীকে বুধবার নিরঞ্জনে ব্যাপক নাচানো হলো, গতকাল বেশীর ভাগ প্রতিমা গভীর রাত পর্যন্ত ভাসান দেওয়া হয়, কিন্তু কিছু বারোয়ারী ও বাড়ীর ঠাকুর বুধবার বিসর্জন দেওয়া হয় আর বুধবার শান্তিপুর সত্যনগর কলোনীর শ্যামা কালীকে নিরঞ্জন দেওয়া হয় আর বুধবার এই কালী মাতাকে গুপ্তীপাড়া ঘাটে নিরঞ্জন দেওয়া হয় আর বুধবার বিকেল ৫ টা নাগাদ এই প্রতিমা নিরোঞ্জনের সময় ব্যাপক নাচ করানো হয় আর এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।