পান্ডুয়া: বিলসরা বরগ্রাম সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী তৃণমূল
Pandua, Hooghly | Sep 14, 2025 বিলসরা বড়গ্রাম সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী তৃণমূল। জয়ের আনন্দে আবির উরিয়ে এলাকায় বিজয় মিছিল করল দলীয় কর্মী সমর্থকরা। মিছিল শেষে আজ রবিবার রাত আটটা নাগাদ পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম জানান আজ পান্ডুয়ার বিলসরা বড়গ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি নির্বাচন ছিল। পান্ডুয়ার বিলসড়া উচ্চ বিদ্যালয়ছ নির্বাচন হয়। এদিন এই সমবায় ৪৫ টি আসনে প্রতিদ্বন্দিতা হয় তার মধ্যে 18 টি আসনে বিনা,,