হিঙ্গলগঞ্জ: রূপমারি এলাকা থেকে বিষধর কেউটে সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা
শনিবার দুপুর একটা নাগাদ রূপমারি এলাকা থেকে বিষধর কেউটে সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা হিঙ্গলগঞ্জের রূপমারি এলাকার এক মৎস্য জীবির মাছ ধরা আঁটোলের মধ্যে এক বিষধর কেউটে সাপ ঢুকে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি জলমগ্ন ধান খেতের মধ্যে মাছ ধরার জন্য একটি আটোল পেতেছিল। আর সেই আটোলেই আটকে পড়ে প্রায় পাঁচ ফুটের একটি বিষধর কেউটে সাপ। কোন রকমে ওই আটলটি রাস্তার উপর তুলে নিয়ে আসে। তারপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে দুপুরবেলায় বনদপ্তরের কর্মীরা