বরাবাজার: বড়রা ধাদকিডি সার্বজনীন দুর্গাপূজা উদ্বোধন করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন
ষষ্ঠীতে পুজো উদ্বোধন করতে বরাবাজার ব্লকের অন্তর্গত বড়রা ধাদকিডি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপে উপস্থিত হলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন। রবিবার রাত আটটা নাগাদ ফিতে কেটে বড়রা ধাদকিডি সার্বজনীন দুর্গাপূজা উদ্বোধন করলেন বিধায়ক।