হরিশ্চন্দ্রপুর ২: প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে কোনকনিয়া প্রাথমিক বিদ্যালয় তিনটি বুথের মানুষকে নিয়ে সভা
হরিশ্চন্দ্রপুর ২ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় কোন কোনিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তিনটি বুথের মানুষের সরকারি পরিষেবা প্রদান করতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হচ্ছে। এই শিবিরে আসা তিনটি বুথের মানুষকে নিয়ে একটি সভা করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও তাপস কুমার পাল, জেলা পরিষদ সদস্য বারিকুল ইসলামসহ প্রশাসনের কর্তারা। প্রতিটি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা ব্যয় করে কি কি কাজ করতে হবে,গ্রামের মানুষের সেই সমস্যার সমাধানের বার্তা রাখা হয়।