রঘুনাথপুর ২: উকা রেলগেট বন্ধ করার সিদ্ধান্তে রেলের আধিকারিক ও ডেপুটি ম্যাজিস্ট্রেট বিডিও সহ প্রসাশনের কর্তাদের ঘেরাও করে বিক্ষোভ
সম্প্রতি রেল দফতর পুরুলিয়ার জেলাশাসককে চিঠি দিয়ে জানান দক্ষিণপূর্ব রেলের আদ্রা-ভোজুডি রেলপথে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত উকা গ্রামের পাশে অবস্থিত উকা রেলগেটটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ঐ রেল গেটের অদূরে সাবওয়ে বা আন্ডার পাশ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে তারি পরিদর্শন করতে যান রেলের উচ্চ পদস্থ কর্তারা ও রঘুনাথপুর SDO অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট, রঘুনাথপুর ২ব্লকের BDO সহ অন্যরা।