চুঁচুড়া-মগরা: চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরে এস আই আর এর জন্য খোলা হল সহায়তা কেন্দ্র
জেলাশাসক দপ্তরে খোলা হলো সহায়তা কেন্দ্র। গতকাল থেকে রাজ্যে শুরু হয়েছে এস আই আর। এখনো পর্যন্ত মানুষের মনে এই এসআইআর নিয়ে বহু প্রশ্ন রয়ে গেছে। কি করতে হবে তা বুঝে উঠতে পারছেন না তারা। তাই এস আই আর নিয়ে মানুষকে সহায়তা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র।