রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য আগামীকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর বর্ধমান হাটিয়া রুটে চলাচলকারী বিপরীতমুখী দুটি মেমু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত থাকবে । আজ রাতে রেলের একটি সূত্র থেকে জানা গিয়েছে আগামীকাল এই ট্রেন দুটির গোমো হাটিয়া রুটে যাত্রী পরিষেবা বন্ধ থাকবে ।